ভারতীয় বিচার ব্যবস্থা

Show Important Question


1) হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন:
A) রাজ্যপাল
B) ভারতের রাষ্ট্রপতি
C) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
D) রাজ্যের মুখ্যমন্ত্রী

2) Supreme Court Judges retire upon attaining the age of / সুপ্রীম কোর্টের একজন বিচারপতির অবসর গ্রহণের বয়স কত?
A) 60 Years/ ৬০ বছর
B) 61 Years/ ৬১ বছর
C) 65 Years/ ৬৫ বছর
D) 70 Years/ ৭০ বছর

3) কোন আইন দ্বারা সুপ্রীম কোর্ট গঠিত হয়?
A) ১৭৭৩ রেগুলেটিং অ্যাক্ট
B) ১৮১৩ চার্টার অ্যাক্ট
C) ১৮৩৩ চার্টার অ্যাক্ট
D) ১৭৮৪ পিটের আইন

4) ভারতে কার বিচার বিভাগীয় তদন্তের অধিকার আছে?
A) সংসদ
B) রাজ্যপাল
C) রাষ্ট্রপতি
D) সুপ্রিমকোর্ট ও হাইকোর্ট

5) নিন্মলিখিত কোন পদটিকে ভারত সরকারের প্রথম আইন আধিকারিকের ( first law officer) এর পদ বলা হয় ?
A) ভারতের সলিসিটর জেনারেল
B) ভারতের অ্যাটর্নি জেনারেল
C) ভারতের প্রধান বিচারপতি
D) ভারতের কম্পোট্রলার এ্যান্ড অডিটর জেনারেল

6) হাইকোর্টের প্রধান বিচারপতিরা কত বছর পর্যন্ত স্বপদে অধিষ্ঠিত হতে পারেন?
A) ৬০ বছর
B) ৬২ বছর
C) ৬৫ বছর
D) ৭০ বছর

7) ভারতীয় সুপ্রিম কোর্ট গঠিত হয়েছিল কোন সালের আইনে?
A) ১৯৪৯ সালে
B) ১৯৫০ সালে
C) ১৯৫১ সালে
D) ১৯৫২ সালে

8) সুপ্রিম কোর্টের গঠন সম্পর্কে কত নং ধারায় আলোচনা করা হয়েছে?
A) ১৪৩ নং ধারায়
B) ১২৯ নং ধারায়
C) ১৩৭ নং ধারায়
D) ১২৪ নং ধারায়

9) বিচারবিভাগীয় সংস্কারের বিষয়টি কেন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে?
A) গ্রেট ব্রিটেন
B) মার্কিন যুক্তরাষ্ট্র
C) ফ্রান্স
D) চীন

10) “ভারতের সংবিধানের মৌলিক কাঠামো সংশোধনযোগ্য নয়”______এই রায়টি কোন মামলায় দেওয়া হয়?
A) গোলাকনাথ মামলা (১৯৬৭)
B) কেশবানন্দ ভারতী মামলা (১৯৭৩)
C) মিনার্ভা মিলস মামলা (১৯৮০)
D) উপরের কোনটিই নয়

11) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিযুক্ত করেন
A) রাষ্ট্রপতি নিজে
B) রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
C) রাষ্ট্রপতি, আইন কমিশনের সুপারিশ অনুযায়ী
D) রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের সঙ্গে আলোচনা করে

12) সুপ্রিম কোর্টের বিচারপতি হতে পদপ্রার্থীকে কত বছর হাইকোর্টের বিচারপপতি হিসাবে কাজ করতে হবে?
A) ৫ বছর
B) ১০ বছর
C) ২৫ বছর
D) ৩৫ বছর

13) ভারতীয় সুপ্রিমকোর্টে বিচারকের সংখ্যা বৃদ্ধির ক্ষমতা নিহিত আছে
A) ভারতের রাষ্ট্রপতি
B) ভারতের লোকসভা
C) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
D) আইন কমিশন

14) বর্তমানে ভারতে হাইকোর্টের সংখ্যা কত?
A) ২১ টি
B) ২২ টি
C) ২৩ টি
D) ২৫ টি

15) রাজ্যের প্রধান বিচারালয়ের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন –
A) রাজ্যের রাজ্যপাল
B) রাজ্যের মুখ্যমন্ত্রী
C) ভারতের রাষ্ট্রপতি
D) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

16) হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়সসীমা ৬০ থেকে বাড়িয়ে ৬২ করা হয় কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে ?
A) ১০
B) ১২
C) ১৫
D) ৪২

17) সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ছাড়াও আর কতজন বিচারপতি থাকতে পারে ?
A) ৭ জন
B) ৯ জন
C) ৩০ জন
D) ৩১ জন

18) নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের বিচারব্যবস্থা সম্পর্কে সত্য ?
A) এটি পার্লামেন্টের নিয়ন্ত্রণাধীন
B) পার্লামেন্ট সুপ্রিমকোর্টকে এবং বিধানসভা হাইকোর্টকে নিয়ন্ত্রণ করে
C) এটি একটি স্বাধীন সংস্থা
D) কোনোটিই নয়

19) ভারতীয় বিচার ব্যবস্থায় নিচের কোনটি সর্বোচ্চ ?
A) সুপ্রিম কোর্ট
B) সংবিধান
C) সংসদ
D) ধর্ম

20) কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ আইনজ্ঞ আধিকারিক কে ?
A) আইনমন্ত্রী
B) প্রধানমন্ত্রী
C) অ্যাটর্নি জেনারেল
D) এডভোকেট জেনারেল